fbpx

স্বাধীনতা যুদ্ধের দুর্লভ ভিডিও – ক্যাপ্টেন জাফর ইমাম (বীর বিক্রম)

স্বাধীনতা যুদ্ধের দুর্লভ ভিডিও দুর্লভ ভিডিও

ক্যাপ্টেন জাফর ইমাম (বীর বিক্রম) একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় ঢাকায় ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে এপ্রিল মাসের মাঝামাঝি ঢাকা থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। পরে ২নং সেক্টরের রাজনগর সাব-সেক্টরের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে তাকে নিয়মিত মুক্তিবাহিনীর কে ফোর্সের অধীন পুনর্গঠিত ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়কের দায়িত্ব পালন করেন।

ভিডিও ফুটেজ টি নভেম্বর মাসের শুরুতে ফেনী জেলার উত্তরে বিলোনিয়া এলাকায় জাফর ইমাম ও তার গেরিলা যোদ্ধাদের নিয়ে অপারেশনে যাবার জন্য প্রস্তুতিও নিচ্ছেন। মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে নভেম্বর মাসের প্রথমার্ধে মুক্তিযোদ্ধারা কয়েকটি দলে বিভক্ত হয়ে বিলোনিয়ায় পাকিস্তানি সেনাদের অবরোধ করেন। সেখানে ভয়াবহ যুদ্ধ হয়। এই যুদ্ধে মুক্তিবাহিনীর পক্ষে নেতৃত্ব দেন জাফর ইমাম

***ফেনী অনলাইন সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।***

FeniOnline.net Telegram Channel@FeniOnline

Comments

DMCA.com Protection Status
Bidvertiser2074653
error: Something went wrong !!