ফেনীর বিজয় সিংহ দীঘি দেখুন আকাশ হতে। এটি ফেনী সার্কিট হাউসের সামনে অবস্থিত। প্রায় ৭০০ বছর পূর্বে এই দীঘি খনন করা হয়। বাংলার বিখ্যাত সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের অমর কীর্তি এ বিজয় সিংহ দীঘি। ফেনীর ঐতিহ্যবাহী দিঘীর মধ্যে বিজয় সিংহ দীঘি অন্যতম।
কথিত আছে ত্রিপুরার মহারাজার রাজকন্যার অন্ধত্ব দুর করার জন্য এ দীঘি খনন করা হয়। এটি ফেনীর ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের মধ্যে একটি। যারা বিশুদ্ধ বাতাস ও লেকের সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য এটি আদর্শ।
Video Courtesy : dxer manto
Comments